ফিফা ১৩

Friday, September 6, 2013


fifa 13in bangla

ফিফা ১৩ ইলেকট্রনিক আর্টসের ফিফা সিরিজের একটি ফুটবল গেমস। গেমসটি প্রস্তুত করেছে ইএ কানাডা এবং বিশ্বব্যাপী ইএ স্পোর্টস লেবেলের অধীনে বাজারে ছাড়া হয়েছে। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে ইউরোপ ও অস্ট্রেলিয়া অঞ্চলে এবং ২০১২ সালের অক্টোবরে উত্তর আমেরিকায় জনপ্রিয় সকল গেম কনসোলের জন্য এটি প্রকাশ করা হয়। এর মধ্যে প্লেস্টেশন ৩ ও এক্সবক্স ৩৬০ সংস্করনে উন্নততর গেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ফলে এই সংস্করনের গ্রাফিক্সের মান অনেক উন্নত এবং এতে অনেক ধারাভাষ্যকার যুক্ত করা হয়েছে। ইএ এই সংস্করণের নাম দিয়েছে পরবর্তী-প্রজন্ম। কম্পিউটারসহ অন্যান্য সংস্করণে পুরানো গেম ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। নিনটেন্ডো ডিএস সংস্করণে জায়গা সঙ্কটের কারনে অপেক্ষাকৃত কম দল, স্টেডিয়াম, মোড ও পোষাক দেয়া হয়েছে।

পরবর্তী প্রজন্মের গেম ইঞ্জিনে ধারাভাষ্য দিয়েছেন স্কাই স্পোর্টসের ক্লাইভ টাইল্ডেসলি এবং অ্যান্ডি টাউন্সেন্দ। তবে বর্তমান প্রজন্মের গেম কনসোলে মার্টিন টেইলর এবং এলেন স্মিথ সঙ্গ দিয়েছেন।


বৈশিষ্ট্যসমূহ


ফিফা ১৩ এক্সবক্স ৩৬০ এর জন্য কিনেক্ট এবং প্লে স্টেশন ৩ এর জন্য প্লেস্টেশনমুভ সমর্থন করে।[১] এছাড়া এর উইই ইউ সংস্করণে কিছু নতুন স্পর্শ-ভিত্তিক বৈশিষ্ট্য যুক্ত হয়েছে।

লীগসমূহ


এই গেমটিতে ফিফা ১২-এর সব লীগ রয়েছে। এর সাথে যোগ হয়েছে সৌদি প্রফেশনাল লীগ। যা ফিফা সিরিজের ইতিহাসে প্রথম।[২]

গাঢ় হরফে লেখা লীগগুলো ফিফার এই সংস্করণে নতুন।


     অস্ট্রেলিয়া /  নিউজিল্যান্ড

        এ-লীগ

     অস্ট্রিয়া

        অস্ট্রিয়ান বুন্দেসলীগা
     বেলজিয়াম
        প্রো লীগ

     ব্রাজিল

        লিগা দো ব্রাজিল (ক্যাম্পিয়োনাতো ব্রাজিলেইরো সিরি এ-এর লাইসেন্সবিহীন সংস্করণ)

     ডেনমার্ক

        সুপারলিগা

     ইংল্যান্ড /  ওয়েল্‌স্‌

        প্রিমিয়ার লীগ
        দ্য চ্যাম্পিয়নশিপ
        লীগ ওয়ান
        লীগ টু

     ফ্রান্স /  মোনাকো

        লীগ ১
        লীগ ২

     জার্মানি

        ১. বুন্দেসলীগ
        ২. বুন্দেসলীগা

     ইতালি

        সিরি এ
        সিরি বি (লাইসেন্সবিহীন দল এবং ব্যাজ সহ)

     দক্ষিন কোরিয়া

        কে-লীগ

     মেক্সিকো

        লীগা এমএক্স

   

     নেদারল্যান্ডস

        এরেদিভিজি

     নরওয়ে

        টিপেলিগেন

     পোল্যান্ড

        পোলস্কা লীগা (একস্ট্রাকলাসা-এর লাইসেন্সবিহীন সংস্করণ)

     পর্তুগাল

        প্রিমেরা লীগ (৩টি দল লাইসেন্সবিহীন: গিল ভিসেন্তে এফ.সি. এবং মরিরেন্সে এফ.সি. (নকল নাম এবং ব্যাজ) এবং এস্তোরিল প্রাইয়া (নকল ব্যাজ))

     প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড /  উত্তর আয়ারল্যান্ড

        এয়ারট্রিসিটি লীগ

     রাশিয়া

        প্রিমিয়ার লীগ
     সৌদি আরব
        প্রফেশনাল লীগ
     স্কটল্যান্ড
        প্রিমিয়ার লীগ
     স্পেন
        প্রিমেরা দিভিশন
        সেগুন্দা দিভিশন
     সুইডেন
        আল্সভেনস্কান
     সুইজারল্যান্ড
        সুপার লীগ
     যুক্তরাষ্ট্র /  কানাডা
        মেজর লীগ সকার

বিশ্বের অন্যান্য


    গ্রিস এইকে এথেন্স
    আর্জেন্টিনা বোকা জুনিয়র্স
    তুরস্ক গালাতাসারে এসকে
    দক্ষিণ আফ্রিকা কাইজের চিফস্‌
    মার্কিন যুক্তরাষ্ট্র এমএলএস অল-স্টারস
    গ্রিস অলিম্পিয়াকোস সিএফপি
    দক্ষিণ আফ্রিকা অরলান্দো পাইরেটস্‌
    গ্রিস প্যানাথিনাইকোস
    গ্রিস পিএওকে
    আর্জেন্টিনা রেসিং ক্লাব
    স্কটল্যান্ড রেঞ্জার্স
    আর্জেন্টিনা রিভার প্লেট
    ক্ল্যাসিক XI
    এডিডাস অল স্টার টিম
    ওয়ার্ল্ড XI

জাতীয় দলসমূহ


ফিফা ১৩ গেমটিতে ৪৬টি জাতীয় দল রয়েছে। এদের মধ্যে চেক রিপাবলিক এবং প্যারাগুয়েকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। ভারত, ভেনিজুয়েলা এবং বলিভিয়া ফিরেছে ১১ বছর পর। লাইসেন্স চুক্তি না হওয়ার কারণে ক্রোয়েশিয়াকে সরিয়ে ফেলা হয়েছে।[৩]

গাঢ় হরফে লেখা দলগুলো ফিফার এই সংস্করণে নতুন।

এএফসি (৩টি দল)


     ভারত
     দক্ষিণ কোরিয়া
     অস্ট্রেলিয়া

সিএএফ (৪টি দল)


     ক্যামেরুন
     কোত দিভোয়ার
     মিশর
     দক্ষিণ আফ্রিকা

কনকাকাফ (২টি দল)


     মেক্সিকো
     মার্কিন যুক্তরাষ্ট্র

কনমেবল (১০টি দল)


     আর্জেন্টিনা
     বলিভিয়া
     ব্রাজিল
     চিলি
     কলম্বিয়া
     ইকুয়েডর
     প্যারাগুয়ে *
     পেরু
     উরুগুয়ে
     ভেনেজুয়েলা *

ওএফসি (১টি দল)


     নিউজিল্যান্ড

   

উয়েফা (২৬টি দল)




     অস্ট্রিয়া
     বেলজিয়াম
     বুলগেরিয়া
     চেক প্রজাতন্ত্র
     ডেনমার্ক
     ইংল্যান্ড
     ফিনল্যান্ড
     ফ্রান্স
     জার্মানি
     গ্রিস
     হাঙ্গেরি
     আয়ারল্যান্ড
     ইতালি
     নেদারল্যান্ডস
     উত্তর আয়ারল্যান্ড
     নরওয়ে
     পোল্যান্ড
     পর্তুগাল
     রোমানিয়া
     রাশিয়া
     স্কটল্যান্ড
     স্লোভেনিয়া
     স্পেন
     সুইডেন
     সুইজারল্যান্ড
     তুরস্ক

No comments:

Post a Comment